খালেদা জিয়া সোমবার নয়, ফিরবেন মঙ্গলবার

কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে রওয়ানা হয়ে মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।
আজ শনিবার (৩ মে) রাত পৌনে ১২টায় বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা জানা যায়নি।
এদিকে শনিবার সন্ধ্যার পর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সংবাদ সম্মেলন করেন। তখন অবশ্য বলা হয়েছিল, খালেদা জিয়া সোমবার দেশে ফিরবেন। তবে সোমবার ঠিক কোন সময়ে তিনি দেশে পৌঁছাবেন, সেটা নিশ্চিত করে বলেননি তিনি।
ওই সংবাদ সম্মেলনের সাড়ে চার ঘণ্টা পর বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, সোমবার নয়, মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া।
মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় দলের নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়, ‘অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কোনো যানজট সৃষ্টি না করে তারা নেত্রীকে অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা বলেছি, একহাতে জাতীয় পতাকা এবং আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত।’