যুবদলনেতা ছুটুর উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত লক্ষ্মীপুরের যুবদল নেতা আব্দুল মান্নান ছুটুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির তত্ত্বাবধানে ছুট্টুকে ২৩ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ড্যাবের সমন্বয়ে ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিউরোসার্জন, অর্থোপেডিক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা অংশ নেন। চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়েছে।
মেডিকেল বোর্ডে ড্যাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের ড্যাব সভাপতি ও নিউরোসার্জন ডা. রুস্তম আলী মধু এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সদস্য অর্থোপেডিক সার্জন ডা. সিরাজুস সালেহীন। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. কামরুল আক্তার, নিউরোমেডিসিন বিভাগের প্রধান ডা. আক্তার হোসেন, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. মো. মাসুম, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. মঞ্জুর আহমেদ, সার্জারি বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, ডা. মঞ্জুরুল ইসলাম ও ডা. নাদিয়া উপস্থিত ছিলেন।
উক্ত মেডিকেল বোর্ডের সমন্বয় করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ড্যাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এম. আর. হাসান।
মান্নান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তারেক রহমান ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত সরকারের আমলে আন্দোলনে যোগ দিতে বিএনপির মিছিলে যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হন লক্ষ্মীপুরের যুবদল নেতা আব্দুল মান্নান ছুটু। হামলায় ৪২টি কোপের আঘাতে গুরুতর আহত হয়ে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।