পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট পৌঁছে দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক মা ও তার ছেলে। শনিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মা-ছেলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে তারা নিয়মিতভাবে দেবীগঞ্জসহ বিভিন্ন এলাকায় ট্যাপেন্ডাটল সরবরাহ করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খগেরহাট থেকে সাদ্দামের মোড় যাওয়ার রাস্তার পাশে অবস্থানকালে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সোয়েল রানা জানান, গ্রেফতারকৃত খাদেমুল ইসলাম বাবুর বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। আজ মাদকসহ মা-ছেলেকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার আদালতে প্রেরণ করা হবে।