কেরানীগঞ্জে কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ১৬ বছর বয়সী এক কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম জোনায়েদ, তার পিতার নাম মৃত মনু মিয়া।
আজ রোববার (৪ মে) সকালে বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের বাড়ির কাছে একটি বালি ভরাটের খালি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মাসখানেক আগে ঈদুল ফিতরের সময় রাজাবাড়ি গার্ডেন পার্কে ঘুরতে আসা এক নারীকে পার্শ্ববর্তী রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর এলাকার কিছু যুবক উত্ত্যক্ত করেছিল। এ সময় জোনায়েদ ও তার বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন। বন্ধুদের নিয়ে জোনায়েদ ইভটিজিংয়ের প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
পরিবারের সদস্যরা আরও জানান, তাদের জানামতে জোনায়েদের সঙ্গে অন্য কারও কোনো শত্রুতা ছিল না। নিহত জোনায়েদ স্থানীয় একটি নাট-বল্টুর কারখানায় কাজ করত।
এ বিষয়ে কোনাখোলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন জানান, পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে। তবে এটি ইভটিজিংয়ের ঘটনার প্রতিশোধ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। নিহতের গলা কাটা এবং মাথার পেছনে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলার প্রস্তুতি নেওয়া হবে।