এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি-কলম বিতরণ পিন্টুর ভাই রিয়াজ উদ্দিন মনির

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই রিয়াজ উদ্দিন মনি।
আজ রোববার (৪ মে) রাজধানীর ওয়েস্টার্ন হাইস্কুল ও আজমপুর হাইস্কুলের গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে রিয়াজ উদ্দিন মনির পক্ষ থেকে পানি ও কলম বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এর আগে গতকাল শনিবার (৩ মে) নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃতুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করা হয়। এরপর তাঁর আত্মার মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এদিন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পিন্টুর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।