খোকসায় পাঁচ হাজার ফলজ গাছের চারা বিতরণ

খোকসায় ফলজ গাছের চারা বিতরণ। ছবি : এনটিভি অনলাইন
জীবনযাপনকে আরও পরিবেশবান্ধব ও টেকসই করার লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় প্রায় পাঁচ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে চারা তুলে দেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য হাফেজ মো. মঈনউদ্দিন।
বিনামূল্যে চারা পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, গাছ পরিবেশ ও জীবনের জন্য অপরিহার্য সম্পদ, তাই চারাগুলো রোপণ ও পরিচর্যা করা হবে।
হাফেজ মো. মঈনউদ্দিন জানান, কুমারখালী ও খোকসা উপজেলাকে সবুজায়নের লক্ষ্যে প্রায় দুই লাখ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে আজ পাঁচ হাজার চারা বিতরণ করা হয়েছে। কয়েক মাসের মধ্যে বাকি চারাগুলো বিতরণ করা হবে।