যশোরে আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গতকাল রোববার (৪ মে) রাত ১০টার দিকে ঝিকরগাছার পারবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
গ্রেপ্তাররা হলেন- যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান (৬৫), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বেনাপোল পোর্ট থানার নটাদিঘা গ্রামের বাসিন্দা মুকুল হোসেন (৪৪), শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য চটকাপোতা গ্রামের বাসিন্দা সাহেব আলী (৫৫), একই উপজেলা যুবলীগের সদস্য পান্তাপাড়া গ্রামের বাসিন্দা মহিউদ্দিন আলম তোতা মেম্বার (৪০), শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গাতিপাড়া গ্রামের আব্দুল খালেক মেম্বার (৫৪), শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান মাখন (৫৪) ও শার্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শার্শা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা হায়দার আলী (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর এসব মামলায় তারা অভিযুক্ত হন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে গ্রেপ্তারদের যশোর আদালতে পাঠানো হবে।