ট্রেনে কাটা পড়ে ভিক্ষুক নিহত

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ভিক্ষুক নিহত। ফাইল ছবি
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ভিক্ষুক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে উপজেলার কোবাদ শেখ মোড় এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরেই জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষা করে জীবন যাপন করতেন। মানসিক ভারসাম্যহীন এই মানুষটি ছিলেন সবার পরিচিত। কিন্তু নাম বা পরিবার সম্পর্কে কেউ কিছু জানতেন না।
বিষয়টি নিশ্চিত করে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা জিআরপি পুলিশকে জানিয়েছি।