আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময় দাসকে
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৫ মে) ভার্চুয়ালি শুনানির পর চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন এই আদেশ দেন।
পুলিশ গতকাল রোববার (৪ মে) কোতোয়ালি থানার চারটি মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এর মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলার শুনানি সম্পন্ন হয়েছে এবং বাকি তিন মামলার শুনানি হবে মঙ্গলবার।
আরও পড়ুন : চিন্ময়ের বিরুদ্ধে শিশুদেরও ছিল অভিযোগ, ৫ নিষেধাজ্ঞা ছিল ইসকনের
২০২৩ সালের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিন্ময়কে কারাগারে পাঠানোর পরদিন তার অনুসারীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় আদালত ভবনের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। আলিফের বাবা জামাল উদ্দিন এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।