‘বিদেশে গেলে অনেকে দীর্ঘশ্বাস ফেলেন, ইশ বাংলাদেশটা যদি এমন হতো’
বিদেশে উন্নত দেশগুলোর পরিবেশ দেখে অনেক বাংলাদেশি দীর্ঘশ্বাস ফেলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিদেশে গিয়ে অনেকে মনে মনে ভাবেন- ইশ, বাংলাদেশটা যদি এমন হতো। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কোনো একক রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয়, বরং দেশের সকল মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে দেশগুলোকে ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসেবে বলি, উন্নত দেশ হিসেবে বলি। আমাদের আশপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে। আপনারা যখন সেখানে কাজে কাজে গিয়েছেন, একটি হলেও ছোট্ট দীর্ঘশ্বাস ফেলেছেন– ইশ। যখন সে দেশের রাস্তায় নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, কোথাও গিয়েছেন, আশপাশ দেখে ভেবেছেন- ইশ, বাংলাদেশটা যদি এমন করা যেত। এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসেছে। তবে শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সেটি সম্ভব নয়।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ আমাদের সকলের। তাই দেশকে গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যেকে যদি একটু করে অবদান রাখে, তবেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যে ৩১ দফা দিয়েছি, তা শুধু একটি রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। যারা সরকারে থাকবেন, তাদের সহযোগিতা করতে হবে এবং দিকনির্দেশনা দিতে হবে। তবে দেশের সার্বিক পরিস্থিতি রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।