নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলীনূর বকস রতনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে দড়গ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে আলীনূর বকস রতনকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম।
আলীনূর বকস রতন দরগ্রাম এলাকার বাসিন্দা এবং সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি ২ নম্বর আসামি ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছে এবং শনিবার দুপুরের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।