দিনের ভোট আর রাতে হবে না : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দিনের ভোট আর রাতে হবে না, এই বার্তা জাতিকে দিতে চাই। এবার আইনের বাস্তব প্রয়োগ নিশ্চিত করা হবে।
আজ সোমবার (৫ মে) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক।
সিইসি বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণের দায়িত্ব প্রধান উপদেষ্টার। আমরা শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টা বলেছেন, একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, আমরাও সে লক্ষ্যে কাজ করছি।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমরা আমাদের শপথ সমুন্নত রেখে কাজ করছি। অতীতে যেভাবে নির্বাচনে অনিয়ম হয়েছে, এবার তেমনটি যেন না হয় সে জন্য আমরা সব নির্বাচন কর্মকর্তাকে হাত তুলে শপথ করিয়েছি নিরপেক্ষতার সাথে কাজ করার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে কারা অংশ নিচ্ছে সেটা নিয়ে মাঠে আলোচনা চলছে। বিতর্কিত কোনো বিষয়ে নির্বাচন কমিশন নিজে থেকে যুক্ত হতে চায় না। রাজনৈতিক সিদ্ধান্ত আগে আসুক, তারপর কমিশন তার করণীয় ঠিক করবে। তবে একটি বিষয় নিশ্চিত করতে চাই, নির্বাচন কমিশন ৫ সদস্যের সম্মিলিত সিদ্ধান্তে কাজ করে, কোনো সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করা হয় না।
এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কোনো দলীয় রাজনীতির সঙ্গে জড়িত নয়। আমরা শুধুই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।