রাজধানীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর উত্তর ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন (৫০), যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজউদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. শহীদ মাহমুদ হেমী (৪২)।
আজ সোমবার (৫ মে) ডিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হয়ে ঝটিকা মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন।