কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মো. সাকিব (২১) মাদলা নতুন গুচ্ছ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় বিএসএফ এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান হতে পাওয়া তথ্য মোতাবেক বাংলাদেশি যুবক সাকিব বিএসএফের গুলিতে নিহত হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘গতকাল (রোববার) রাতে বিএসএফের গুলিতে সাকিব নামের এক যুবক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান।’
এ ঘটনার বিষয়ে জানতে দায়িত্বপ্রাপ্ত বিজিবি কর্মকর্তাকে মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।