এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় ফুটপাতে না দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আগামীকাল মঙ্গলবার। এ দিন এসএসসি পরীক্ষা রয়েছে। তাই তাদের কথা বিবেচনায় দলের নেত্রীকে অভ্যর্থনা জানাতে ফুটপাত থেকে সড়কে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তাঁকে বিমানবন্দর সড়কে অভ্যর্থনা জানানো হবে। তাই পরীক্ষার্থীদের কথা বিবেচনায় দলের নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
আজ সোমবার (৫ মে) মির্জা ফখরুল এ আহ্বান জানান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম খালেদা জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করছি। পাশাপাশি কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করছি।’