ঝিনাইদহে পুলিশ পেটানোর ঘটনায় গ্রেপ্তার ৪
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার (৫ মে) দিনগত রাত ১২টার পর উপজেলার বাকুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাকুলিয়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ (২৬), মামুন (৩২), আতিকুল ইসলাম মিন্টু (৪০) ও মোখলেছুর রহমান (৫০)।
এর আগে, সোমবার বিকেলে ওই গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করতে গেলে যশোর কোতোয়ালি থানার পুলিশের একটি দল স্থানীয়দের হামলার শিকার হয়। হামলায় এএসআই তাপস কুমার পাল, নারী কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন আহত হন।
জানা গেছে, বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করে আনে। বিষয়টি জানার পর কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে যশোর থানা পুলিশ কালীগঞ্জ থানার সহায়তায় কিশোরীকে উদ্ধারে যায়। উদ্ধার করে ফেরার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হয় পুলিশের সদস্য। আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, আমরা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসার সময় ৬-৭ জন পুরুষ আমাদের ঘিরে ধরে। তারা বলে, ‘হাত ছেড়ে দাও।’ আমরা না ছাড়লে তারা হঠাৎ মারধর শুরু করে। বেধড়ক পেটানো হয় আমাদের।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।