এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়া সেই বাসচালক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়া সেই বাসচালক শহীদুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহীদুল শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
শামীম হাসান সরদার জানান, গত ১৭ এপ্রিল দিনগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। অথচ ওই ভয়াবহ অবস্থাতেই বাসটি অন্তত ৫ কিলোমিটার চালিয়ে নিয়ে যান চালক। যাত্রীদের চিৎকার আর আতঙ্ক তৈরি হলে চালক বাস থামিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ১৮ এপ্রিল শ্রীনগরের হাঁসাড়া হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাতনামা মালিক, চালক ও হেলপারকে আসামি করে পুলিশ পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।