শাহীন চাকলাদারের ১০ কোটি টাকার সম্পদসহ ছয়টি গাড়ি ক্রোক

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদারের প্রায় ১০ কোটি টাকার সম্পদ ও ছয়টি গাড়ি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৭ মে) এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম।
উপপরিচালক আকতারুল ইসলাম ওই খুদে বার্তায় জানান, শাহীন চাকলাদারের ৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৫৯১ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও তিনটি গাড়ি ক্রোক ক্রোক হরা হয়েছে। একই সঙ্গে তার তিন লাখ ১৫ হাজার শেয়ারসহ ১৮ লাখ ৯৪ হাজা ৩১১.৫৯ টাকার ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
আকতারুল আরও জানান, শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার এক লাখ ১০ হাজার শেয়ার ও তিনটি গাড়ি ক্রোক করা হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ সাড়ে ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪১ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রী ফারহানা জাহান মালার নামে দুটি মামলা করে দুদক।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে শাহীন চাকলাদার আত্মগোপনে আছেন। গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।