কল্যাণপুর থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

রাজধানীর কল্যাণপুর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাসুদ রানা (৩৫) ও মো. শাহাবুদ্দিন (২৮)।
বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, বুধবার (৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে কল্যাণপুরের রেডিও কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিন রাউন্ড ১২ বোর শিশার তাজা কার্তুজ, সাতটি ছুরি, দুইটি লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তালেবুর রহমান আরও জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর রেডিও কলোনি এলাকায় একটি পরিত্যক্ত টিনের দোকান ঘরের মধ্যে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা তিন থেকে চারজন দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছেন তালেবুর রহমান।