৫১ কোটি টাকার অবৈধ সম্পদ, স্ত্রীসহ সাবেক এমপি কিরণের বিরুদ্ধে মামলা

প্রায় ৫১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।
দুদক মহাপরিচালক জানান, মামুনুর রশীদ কিরণ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালীন ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন। এছাড়াও, তিনি ও তার প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকে মোট ২২টি হিসাবে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আক্তার হোসেন জানান, মামুনুর রশীদ কিরণের স্ত্রী জেসমিন আক্তার তার স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলাগুলো অনুমোদনের জন্য কমিশনের সম্মতি গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে।