শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানের তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি মিজানুরকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আরও পড়ুন : শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
গতকাল বুধবার (৭ মে) রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিউমার্কেট থানার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এজাহারনামীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রতিষ্ঠানটির চার কোটি তিন লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সোহাগ মিয়া ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।