কর্ণফুলী নদী বাঁচাতে সাম্পান র্যালি

চট্টগ্রামের অর্থনীতির প্রাণ কর্ণফুলী নদী রক্ষা এবং নদী দখল-দূষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে দেড় শতাধিক সাম্পান নিয়ে ভিন্নধর্মী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ মে) সকালে কর্ণফুলী নদীতে এই ‘সাম্পান র্যালি’ আয়োজন করে ইতিহাস ও সংস্কৃতি গবেষণা কেন্দ্র।
র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। এ সময় উপস্থিত ছিলেন নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় মাঝিরা।
এ সময় বক্তারা বলেন, দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯৫ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। কর্ণফুলী নদীর তীরেই এই বন্দর অবস্থিত। অথচ ব্যবসা-বাণিজ্যের এই প্রাণ নদীটি এখন অবৈধ দখল ও দূষণের কবলে বিপর্যস্ত। নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে সহস্রাধিক অবৈধ স্থাপনা।
বক্তারা অভিযোগ করেন, কর্ণফুলী নদী ছোট হয়ে যাওয়ায় অনেক জায়গায় সাম্পান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন শত শত মাঝি ও নদীনির্ভর মানুষ।
দখলদার উচ্ছেদের দাবি জানিয়ে বক্তারা বলেন, কর্ণফুলীকে রক্ষায় দুই হাজারের বেশি অবৈধ দখলদার দ্রুত উচ্ছেদ করতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ ফেরাতে চাই শক্ত পদক্ষেপ।
র্যালিতে অংশ নেয় কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টের দেড় শতাধিক সাম্পান। এ সময় মাঝিরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে নদী রক্ষার স্লোগান দেন।