চাকসুতে ছাত্র অধিকার ও ছাত্র মজলিসের জোটের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস জোট সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।
এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক তামজিদ উদ্দিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ইসলামী ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহামুদ রুমি এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র অধিকার পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মো. রোমান রহমান।
অন্যান্য পদে যারা আছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক দেওয়ান রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক শাফিন রহমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শিপু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম (শুভ), গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তৈৗহিদুল ইসলাম সুহান, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুস সাদাত মো. সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. নাজমুছ ছাকিব, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মো. মারুফ।
এছাড়াও নির্বাহী সদস্য পদে মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান এবং সালমান মাহাম্মদ সজিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এই নির্বাচনে এখন পর্যন্ত মোট ১১টি জোট আত্মপ্রকাশ করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচী অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই করা হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।