কুমিল্লায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে আজ শুক্রবার ভোরে আওয়ামী লীগেনেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুহুল আমিন (৫৪) বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ধনপতিখোলা গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (৯ মে) ভোরে হুনুল আমিনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে তাকে কুমিল্লা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।