আধিপত্যের জেরে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের মধ্যে আধিপত্যের জেরে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামিল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের লোকজন এবং আলী আজগর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৬ নভেম্বর আলী আজগরের পক্ষের সিদ্দিক মোল্লা নিহত হন। এরপর ২১ এপ্রিল সালাম মেম্বারের পক্ষের জোহর আলী মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ দুটি ঘটনায় হত্যা ও লুটপাটের মামলা আদালতে বিচারাধীন।
আজ দুপুরে পূর্বের ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আলী আজগর পক্ষের আক্কেল আলী মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়দের তথ্যমতে, গত ছয় মাসে সোনাতলা গ্রামে এই সংঘর্ষে আক্কেল আলীসহ মোট তিনজন নিহত হয়েছেন।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক বলেন, ‘পূর্বের ঘটনার জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামিল খান বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’