গণজমায়েতে আ.লীগকে নিষিদ্ধের দাবি জানাল লেবার পার্টি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েতের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
আজ শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশে যোগ দেন ইরান। সমাবেশে যোগ দিয়ে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের সবার দাবি একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ ১৯৭৪ থেকেই খুনের রাজনীতি করে আসছে। ১৯৭৫ এর জানুয়ারিতে তারা লেবার পার্টিসহ ১৭টি দলকে নিষিদ্ধ করে। আজ আমাদেরও একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এদিকে আজ শনিবার বিকেল ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকেন।
ইতোমধ্যে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের এ জমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন।