শাহবাগে গণজমায়েতে আছরের নামাজ আদায়

শাহবাগে গণজমায়েতে আছরের নামাজ আদায়। ছবি : এনটিভি অনলাইন
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে। কর্মসূচির ফাঁকে আন্দোলনকারীরা সড়কের ওপরেই আছরের নামাজ আদায় করেছেন।
আজ শনিবার (১০ মে) বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে কাতারে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করেন তারা। এ সময় সব ধরনের স্লোগান দেওয়া বন্ধ ছিল। নামাজ আদায় শেষে আবার বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী ছাত্র-জনতা।
এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল ৩টার আগেই শাহবাগ মোড়ে শুরু হয় গণজমায়েত কর্মসূচি।