আ.লীগ নিষিদ্ধের দাবি পর্যালোচনায় জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। ছবি : পিআইডি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
আজ শনিবার (১০ মে) রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।