৩১৭ কোটি টাকায় খনন হচ্ছে ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী অর্থবছরের মধ্যেই একনেকে পাস হওয়া ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল খননের কাজ সম্পন্ন হবে। প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গা নদী থেকে ধলেশ্বরী পর্যন্ত আনুমানিক ১৩ কিলোমিটার দীর্ঘ খালটি খনন করবে সরকার। সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমেই এই কাজ সম্পাদন করা হবে।
গতকাল সোমবার (১১ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ ও শ্মশান ঘাট এলাকায় খাল খনন পরিদর্শনে গিয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, জনগণের টাকায় এই খাল খনন করা হবে। যাতে অর্থ অপচয় না হয়, সাশ্রয় হয় এবং কার্যকর সুফল পায় জনগণ, সে লক্ষ্যেই সরেজমিন পরিদর্শন করছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু সরকার নয়, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঐতিহ্যবাহী এই খালের পানি প্রবাহের মুখগুলো বর্তমানে দখল ও ময়লা-আবর্জনার কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও সৃষ্টি হচ্ছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, এই খাল খননের পর দুই পাশে প্রাকৃতিক নিয়মে সবুজায়ন ও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষার স্বার্থে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিবেশ উপদেষ্টা নির্মাণরত প্রতিষ্ঠান ও এলাকাবাসীকে অনুরোধ করেন যেন খালে বালু, ইট, সিমেন্ট, পাথরসহ কোনো ধরনের নির্মাণ বর্জ্য না ফেলা হয়। একইসঙ্গে গার্মেন্টস শিল্প ও অন্যান্য বর্জ্য খালে না ফেলতেও সতর্ক করেন। তিনি বলেন, খালের রক্ষণাবেক্ষণে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা হয়েছে। পুরাতন নকশা অনুযায়ী এই খাল উদ্ধারের কার্যক্রম চলমান থাকবে। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর করতে সিটি করপোরেশনগুলোতে ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। যেন শহরে কোথাও জলাবদ্ধতা না হয়।

এ সময় উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম, তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর, সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমীসহ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।