অনির্দিষ্টকালের ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার আহমেদ মারুফ

অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। আজ মঙ্গলবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, ১১ মে থেকে তিনি ছুটিতে রয়েছেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
হাইকমিশনারের এই আকস্মিক ছুটি ও ঢাকা ত্যাগকে ঘিরে কূটনৈতিক মহলে নানা ধরনের গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও তার ছুটির প্রকৃত কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সৈয়দ আহমেদ মারুফের অনুপস্থিতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপহাইকমিশনার মুহাম্মদ আসিফ ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণত এ ধরনের পদে থাকা কর্মকর্তার অনুপস্থিতিতে উপহাইকমিশনারই ওই দায়িত্বভার গ্রহণ করেন।
গত ১১ মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য সৈয়দ মারুফ ঢাকা ত্যাগ করেন। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৈয়দ মারুফের ঢাকায় অনুপস্থিতির বিষয়টি অবগত করে।
সাধারণত একজন রাষ্ট্রদূত কোনো দেশে দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। রাষ্ট্রদূত কত দিন ছুটিতে থাকবেন, তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন, সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয়।
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সৈয়দ মারুফ ১১ মে থেকে ছুটিতে থাকবেন বলে জানানো হয়েছে। হাইকমিশন থেকে বলা হয়েছে, তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপহাইকমিশনার মুহাম্মদ আসিফ। তখন পাকিস্তান হাইকমিশনের কাছে জানতে চাওয়া হয়, সৈয়দ মারুফ কত দিন ছুটিতে থাকবেন, কিন্তু তা উল্লেখ করা হয়নি। এরপর পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে জানায়, দুই সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে নতুন করে গতি আনেন সৈয়দ মারুফ। গত ৯ মে কক্সবাজার সফরের পর ‘অতি সক্রিয়’ এই কূটনীতিকের হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে ‘রহস্য’ তৈরি হয়েছে। এ নিয়ে নানান জল্পনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
সৈয়দ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে কাজ শুরু করেন।
হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের ছুটির বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান হাইকমিশনের প্রেস মিনিস্টার ফসিহ উল্লাহ খান এনটিভি অনলাইনকে বলেন, পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ছুটিতে পাকিস্তানে গিয়েছেন। তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন।