ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৩ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফুটপাতের ওপর ব্যবসা পরিচালনার অভিযোগে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পৌর শহরের প্রধান সড়কের পাশে বর্জ্য অপসারণের ড্রেনের ওপর নির্মিত এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দুদিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। দখলদাররা স্থাপনা না সরানোয় আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
ইউএনও মো. ছামিউল ইসলাম জানান, দীর্ঘদিন পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাতের ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল হয়েছিল। আজ অভিযানে সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।
স্থানীয় জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
অভিযানে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আতিকুর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদেরসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।