প্রাথমিকে ছুটি কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা সরকারের
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ছুটির পরিমাণ কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা লেখাপড়ার মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে আমাদের এক নম্বর টার্গেট (লক্ষ্য) হচ্ছে, ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সময়টা, সেটা বাড়ানো।’ সেটি করতে গিয়ে শিক্ষকের অপ্রতুলতার মতো বিষয়টিও তুলে আনেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, ‘শিক্ষকদের সংখ্যা কোথাও বেশি আছে, কোথাও কম আছে। সেটিকে সামঞ্জস্য করার একটি বিষয় রয়েছে। এ ছাড়া রয়েছে শূন্য পদগুলো পূরণ করার মতো বিষয়।’
ডা. বিধান রঞ্জন বলেন, শিক্ষকদের ওপর লেভেলে (উচ্চ পর্যায়ে) কিছু শূন্য পদ রয়ে গেছে, সেগুলোও পূরণ করতে হবে। এটি পদোন্নতি ও নিয়োগ—উভয় মাধ্যমেই করা হবে।
এর পাশাপাশি শিখন ঘণ্টা বাড়ানো যায় কি না, সে বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা ছুটিগুলো কিছু কমিয়ে দিতে পারি। কারণ, আমাদের ছুটির দিন অনেক বেশি। ফলে বছরে ক্লাস হয় অল্প দিন।’
এসব পদক্ষেপের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের উদ্যোগগুলো সফল হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, পরিচালক কামরুল হাসান, জেলা প্রশাসক আসমা শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।