শ্বশুর হত্যায় জামাই ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড

খুলনার দৌলতপুরে শ্বশুর আ. রশিদ ঢালীকে হত্যার দায়ে জামাই মো. রাশেদ ও তার ভাই রকিবুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তারা দৌলতপুর থানার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তুষার।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ অক্টোবর সন্ধ্যায় মোবাইলফোনে কথা বলতে বলতে আ. রশিদ ঢালী বাড়ি থেকে বের হন। রাত ৮টার দিকে মেয়েকে ফোন করে জানান তিনি ফুলবাড়ি গেটে আছেন। পরে তিনি আর বাড়ি ফেরেননি। সাড়ে ৮টার দিকে মেয়ে বাবার ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। রাত ৯টার দিকে বাবার ফোন থেকে একটি কল আসে। অপরিচিত একজন জানায় ফোনটি রাস্তায় পেয়েছেন, এরপর কলটি কেটে ফোন বন্ধ করে দেন।
এরপর জামাই রাশেদ বাড়িতে এসে পরিবারের সঙ্গে রশিদের খোঁজে বের হয়। দুদিন পর জানা যায়, আড়ংঘাটা থানার তেলীগাতি বাইপাস এলাকায় একটি মরদেহ পড়ে আছে। পরিবার গিয়ে শনাক্ত করে মরদেহটি আ. রশিদের।
ঘটনার পর নিহতের স্ত্রী ফারজানা বেগম অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন। তদন্তে বেরিয়ে আসে জামাই রাশেদ ও তার ভাই রকিবুল এই হত্যাকাণ্ডে জড়িত। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়। সব প্রমাণ পর্যালোচনা করে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন।