ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। ছবি: এনটিভি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।
আন্দোলন কেন্দ্র করে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুপাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে গতকাল বুধবার (১৪ মে) সকাল থেকে গুলিস্তানে নগরভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন তারা। এরপর এইদিন দুপুর সাড়ে ১২টার দিকে নগরভবনের সামনে থেকে আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুসারে, আজ সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়।