হাকিমপুর সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, জনমনে প্রশ্ন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় ভারত থেকে উড়ে আসা একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া ড্রোনটি ক্যামেরার কাজে ব্যবহৃত হয়। ড্রোনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলার ঘাসুড়িয়া আদিবাসীপাড়ার প্রফুল্ল টপ্প নামের এক বাসিন্দা বলেন, গতকাল বুধবার (১৪ মে) দুপুরের দিকে সীমান্তবর্তী বাড়ির পাশে একটি বোরো ধান ক্ষেতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ধান কাটার কাজ করছিলেন। এসময় ক্ষেতের মাঝখানে একটি কালো রঙের মাকড়সার মতো বস্তু পড়ে থাকতে দেখে সহকর্মীদের জানান। পরে তারা কাছে এসে বলেন, এটি ড্রোন ক্যামেরা। তখন তারা ড্রোন ক্যামেরাটি তার বাড়িতে রাখার কথা বলেন। তিনি ধান কাটার কাজ শেষ করে ড্রোন ক্যামেরা বাড়িতে নিয়ে যান।
উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, দুপুরের দিকে সীমান্তের ২৮৭/২১ নং সাব সীমানা পিলার সংলগ্ন ঘাসুড়িয়া গ্রামের মিরাজুল ইসলামের জমিতে এককদল শ্রমিক ধান কাটছিলেন। একপর্যায়ে শ্রমিক প্রফুল্ল টপ্প ড্রোন ক্যামেরাটি দেখতে পেয়ে সহকর্মীদের জানান। তখন তারা প্রফুল্ল টপ্পকে তার কাছে ড্রোনটি রাখার কথা বলতে প্রফুল্ল ড্রোনটি বাড়িতে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে লোকজনেরা স্থানীয় মংলা বিজিবি ক্যাম্পে ও থানায় খবর দেন। পরে রাতে পুলিশ এসে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে নিয়ে যান।
এদিকে সীমান্তবাসীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ চলাকালীন ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারী করার জন্য এই ড্রোন ব্যবহার করতে পারে। তারই ধারাবাহিকতায় ঘাসুড়িয়া সীমান্তে ভারতীয় ড্রোন ক্যামেরাটি উড়ে এসে পড়েছে। এনিয়ে লোকজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বুধবার দুপুরে ঘাসুড়িয়া সীমান্তের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধান ক্ষেতে স্থানীয় শ্রমিক প্রফুল্ল টপ্প পড়ে থাকা একটি ড্রোন ক্যামেরা দেখতে পান। বিষয়টি লোকজনকে জানালে তারা এসে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় খবর দেয়। পরে ওইদিনই রাত ১০টার দিকে পুলিশ ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ড্রোন ক্যামেরাটি থানা হেফাজতে রয়েছে।
এদিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন সাংবাদিকদের বলেন, ঘাসুড়িয়া সীমান্তের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া ড্রোন ক্যামেরাটি ভারত থেকে উড়ে আসা বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। ড্রোনটিতে পাঁচটি ক্যামেরার লেন্স রয়েছে। তবে ড্রোনটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে এবং আরও তথ্য উৎঘাটনে অনুসন্ধান চলছে।