মোংলায় পুকুরে মিলল নবজাতকের বস্তাবন্দি মরদেহ

মোংলা থানা। ফাইল ছবি
বাগেরহাটের মোংলায় একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২০ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টার দিকে ৯৯৯ থেকে পাওয়া একটি কলের সূত্র ধরে পৌর শহরের রাতারাতি কলোনির সাত্তার লেনের বাসিন্দা মারুফ বিল্লাহর পুকুরে অভিযান চালানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি মো. আনিসুর রহমান জানান, নবজাতকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি স্থানীয় কেউ ফেলে গেছে, নাকি বাইরের কেউ এনে ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।