বিজয়নগরে প্রতিদিন বিক্রি হয় ৮০ লাখ টাকার লিচু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমে উঠেছে লিচুর হাট আউলিয়া বাজার। প্রতিদিন ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই হাটে হাজার হাজার কণ্ঠে লিচুর দাম দর নিয়ে হাঁকডাকে মুখর থাকে পরিবেশ।
আশেপাশের গ্রাম থেকে ভোরবেলা লিচু নিয়ে বাজারে হাজির হন চাষিরা। বাজারে পাওয়া যাচ্ছে পাটনাই, বোম্বাই, চায়না থ্রি, চায়না-টু ও এলাচি জাতের লিচু। এখানকার লিচুর স্বাদ ও মান ভালো হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, নরসিংদী, ভৈরব, চট্টগ্রাম, সিলেট, চাঁদপুর, ফেনী, শ্রীমঙ্গল ও ঢাকা থেকেও পাইকাররা ছুটে আসছেন।
স্থানীয় ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই বাজারে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে। প্রতি হাজার পাটনাই লিচু দেড় থেকে আড়াই হাজার টাকা এবং বোম্বাই লিচু ২ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলেও এ বছর আবহাওয়াজনিত কারণে ফলন কিছুটা কম হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, চলতি বছর উপজেলায় ৪৪০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এতে প্রায় ২০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। শুরুতে বৃষ্টির ঘাটতি থাকলেও এখনকার বৃষ্টিতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ফিরে এসেছে।
জিয়াউল ইসলাম আরও বলেন, বাজারে লিচুর সরবরাহ কিছুটা কম হলেও দামে সন্তুষ্ট কৃষক ও চাষিরা। লিচু মৌসুম জুড়ে এই বাজার এলাকার অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনছে।