হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ফের কারাগারে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
রাজধানীর বাড্ডা থানায় করা আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আজ আনিসুল হককে কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ১৩ আগস্ট নৌপথে পলানোর সময় আনিসুল হককে রাজধানীর নদীবন্দর সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার সুমন। ওই দিন সন্ধ্যায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ১৯ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন সুমনের মা।