আরও মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৪ জন

শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৯ মে) বেলা ১১টায় তাদের গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।
গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এর মধ্যে দীপু মনি ও কামরুল ইসলামকে শাহবাগ থানার মো. মনির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সালমান এফ রহমান ও আনিসুল হককে কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।