মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছ বোঝাই পিকআপ ভ্যান লুট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চালক ও হেলপারকে ধরে বৈদ্যুতিক শক দিয়ে ১৬৮ কার্টন মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান লুট করে নিয়ে গেছে ডাকাত দল। আজ সোমবার (১৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতির সময় মারধরে ও বৈদ্যুতিক শকে আহত হয়েছেন পিকআপ ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৮) ও হেলপার আল আমিন হোসেন (২৫)।
হেলপার আল আমিন হোসেন জানান, তারা ১৬৮ কার্টন মাছ নিয়ে যশোর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়ের ফেরিঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি নীল রঙের বড় পিকআপ ভ্যান এসে তাদের গতিরোধ করে। এরপর ওই পিকআপ ভ্যান থেকে একজন লাফিয়ে তাদের মাছবাহী পিকআপে উঠে পড়েন। তাৎক্ষণিক কালো রঙের একটি বস্তু দিয়ে তাদের গলায় বৈদ্যুতিক শক দেয়। দুর্বল হয়ে পড়লে ডাকাতরা তাদের পিকআপ ভ্যান থেকে নামিয়ে হাত-পা বেঁধে ও মুখে গামছা ঢুকিয়ে মারধর করেন। পরে ডাকাতদের পিক আপ ভ্যানের পেছনে তুলে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। ডাকাতরা হাসাড়া এলাকার সার্ভিস লেনে নিয়ে একটি গাছের সঙ্গে তাদের দুজনকে বেঁধে রাখে। পরে মাছবোঝাই পিকআপ ভ্যান নিয়ে ঢাকার দিকে চলে যায়। পরবর্তীতে স্থানীয় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক তাদের গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, পিকআপ ভ্যানটি যশোর থেকে ব্রাক্ষণবাড়িয়ায় মাছ নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তৎপর রয়েছে।