সাভারে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

সাভারে প্রকাশ্যে গুলি করে শাহীন (৩০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে শহীদ ইয়ামিন চত্তরের সামনে ব্যাংক কলোনী এলাকায় এই ঘটনা ঘটে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে সাভার মডেল থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাবের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসার সামনে রাত সাড়ে ৯টার দিকে পরপর দু রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতঙ্কিত এলাকাবাসী দৌড়ে এসে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ জানিয়েছে, নিহত শাহীন কুমিল্লার দেবীদ্বার থানার খাদগড় গ্রামের কবির হোসেনের ছেলে। একাধিক সূত্রে জানা গেছে, নিহত যুবক পেশায় রংমিস্ত্রি ও এক সন্তানের জনক। তিনি সাভারের রেডিও কলোনী এলাকায় ভাড়া থাকতেন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করতে পারেনি কারা এবং কী উদ্দেশ্যে জনবহুল এলাকায় প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঘটনাস্থলে থাকা র্যাবের একজন সদস্য জানান, খুব কাছ থেকে যুবককে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত বা সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা হয়নি।