শেরপুরে চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা

চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : এনটিভি
শেরপুরের সব নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে এই তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান জানান, সকাল ১০টার তথ্য অনুযায়ী চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। টানা ভারী বর্ষণের কারণেই পানি বৃদ্ধি পেয়েছে।
তবে জেলার অন্যান্য নদ-নদী ব্রহ্মপুত্র, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, ভারী বর্ষণ অব্যাহত থাকলে যেকোনো সময় পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।