গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক সম্পর্কিত মামলার সরাসরি সম্প্রচারে রুল জারি

সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলো মিডিয়ায় সরাসরি সম্প্রচারে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২০ মে) এ সংক্রান্ত রিটের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সচিব, আইন মন্ত্রণালয়কে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটে আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন।
রিট আবেদনকারীগণ হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি।
আদালত আগামী ২৬ জুন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য্য করেছেন।