তিন দফা দাবিতে জুলাই ঐক্যের বিক্ষোভ

জুলাই ঐক্য বিনষ্টকারী ও উপদেষ্টা পরিষদে ভারতীয় দোসরদের অপসারণ এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান প্লাটফর্মের সংগঠকেরা।
বিক্ষোভকারীদের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিহত করা।
সমাবেশ থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলো হলো- জুলাই ঐক্য বিনষ্টে যারা ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করছে, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে; উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, তাদের অপসারণ করে নতুনভাবে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে; জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করতে হবে।
এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীদের ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভরসহ’ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ বলেন, জুলাই স্পিরিট ধরে রেখে একটি নতুন বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যারা এই ঐক্য নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।