ফিনিক্স সামিটের ‘এন্টারপ্রাইজ ডের’ সমাপ্তি

দেশি-বিদেশি সাইবার এক্সপার্টদের দীর্ঘ ১০ ঘণ্টার আলোচনার মধ্য দিয়ে শেষ হলো দেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৫’ এর দ্বিতীয় দিনের কর্মসূচি।
আজ শুক্রবার (২৩ মে) সকাল ৯টায় ‘এন্টারপ্রাইজ ডে’ হিসেবে পরিচিত সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় সাড়ে ৬টায় পর্দা নামে আজকের সম্মেলনের। আগামীকাল শনিবার (২৪ মে) সম্মেলনের তৃতীয় ও শেষ দিন।
আজকের কার্যক্রম নিয়ে সিকিউরিটি সম্মেলনের উদ্যোক্তা ও টিম ফিনিক্সের ফাউন্ডার শামীম রেজা বলেন, ‘আজকের সম্মেলনে আমাদের প্যানেল ডিকাসন হয়েছে। এখান থেকে আমরা অ্যাকশন প্ল্যান বানাবো। যেটা আবার আগামীকাল ক্লোজিং সিরিমনিতে পাবলিশ করব। দেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন 'ফিনিক্স সামিট ২০২৫' অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।’
শামিম রেজা আরও বলেন, ‘আমরা যে সাইবার সিকিউরিটি নিয়ে ওয়ার্কশপগুলো করছি, এই যে আমাদের ইন্ড্রাস্ট্রিতে এতো এতো চ্যালেঞ্জ, ফ্রি চ্যালেঞ্জগুলো নিয়েই আমরা কাজ করতে চাই। আর এর প্রগ্রেস রিপোর্ট পাবলিশ করব ২০২৬ সালের ফিনিক্স সামিটে।’
এর আগে গতকাল ‘ব্লু টিম ডে’ নামে প্রথম দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্য টিম ফিনিক্স আয়োজিত এই সম্মেলনটি একটি তৃণমূল পর্যায়ের সাইবার সুরক্ষা আন্দোলন, যা ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অভিজ্ঞতা, প্রাসঙ্গিক জ্ঞান এবং বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাবেন। থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিকস, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সাইবার সংকট মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এই সম্মেলনে।