ফরিদপুরে মহানগর জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা জাসাসের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়।
ফরিদপুর জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
এসময় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।
ফরিদপুর জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকুর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল হাসান রতন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সৈয়দ তারিকুল আলম শামীম, ফরিদপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন প্রমুখ।
জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছে সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে। আর এই ভয় থেকে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। আর এই কারণেই যেকোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের এই নীল নকশা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।