‘জাতি যদি কোনো সংকটে পড়ে, এর দায় আমরা কেউ এড়াতে পারব না’
মিয়ানমারের সাথে ‘মানবিক করিডরের’ বিষয়ে রাজনৈতিক দলসহ দেশের সব পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (২৪ মে) রাজধানীতে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দেওয়া উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এ দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে এ দায়িত্ব নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ নন।
সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি এবং সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করে, তাহলে আমরা মনে করি, সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ। কিন্তু এখানে যদি বোঝাপড়ায় গ্যাপ তৈরি হয় আর জাতি কোনো সংকটে পড়ে, এর দায় আমরা কেউ এড়াতে পারব না।
বিস্তারিত ভিডিওতে...