খাগড়াছড়িতে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ, আটক ২

ভারত সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকার চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ সিগারেট খাগড়াছড়ির দীঘিনালায় অনুপ্রবেশের সময় ১৪ হাজার প্যাকেট সিগারেট জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৪ মে) দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মেরুং পুলিশ ফাঁড়ির সামনে দীঘিনালা অভিমুখে অভিযান চালানো হয়। এ সময় দুটি রেজিস্ট্রেশনবিহীন অবৈধ মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪ হাজার প্যাকেট ভারতীয় ব্র্যান্ডের (অরিস) সিগারেট জব্দ করা হয়।
অভিযান চলাকালে দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন মেরুং ইউনিয়নের সোবহানপুর এলাকার বাসিন্দা মো. সেলিম (২৬) ও তার ভাই মো. কাশেম (২১)।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, মেরুং পুলিশ ফাঁড়ির সামনে পুলিশের তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অনুপ্রবেশকালে ১৪ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।