সিলেট সীমান্তে আরও ১৫৩ জনকে পুশইন

সিলেট সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (২৪ মে) রাত থেকে রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করে বিএসএফ। রাত আড়াইটা থেকে অতিরিক্ত নজরদারি চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। তারা ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করে। আটকদের প্রাথমিকভাবে হেফাজতে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিজিবি জানিয়েছে, গত এক মাসে সিলেট সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। এর আগে ১৪ মে কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জন, ২৪ মে ২১ জন, ২৪ মে ও ২৫ মে আরও ১৫৩ জনকে পুশইন করা হয়েছে।