ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার, হুমকিতে যমুনার জলজ প্রাণী

ইলেকট্রিক শক মেশিনসহ নানা সরঞ্জাম জব্দ করেছে মৎস্য বিভাগ। ছবি : এনটিভি অনলাইন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার অপরাধে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
গতকাল রোববার (২৫ মে) মধ্যরাতে চৌহালীতে পাঁচ ঘণ্টাব্যাপী এই অভিযানে ৭০টি অবৈধ চায়না দুয়ারি জাল, ১টি কারেন্ট জাল, ২টি ইলেকট্রিক শক মেশিন এবং ১ লাখ ৫০ হাজার টাকার সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। তিনি জানান, বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা দেশের মৎস্য সম্পদের জন্য ভয়াবহ হুমকি। এভাবে মাছ শিকারে সব ধরনের জলজ প্রাণী মারা যায়, যা নদীর জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমের জন্য মারাত্মক ক্ষতিকর।